1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে উপজেলা আ.লীগ নেতা গ্রেফতার ‘বন্ধু’ সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত কুড়িগ্রামে ডিজেল পাচার কালে আটক ২ ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক যুবক আটক নেত্রকোনা বারহাট্টয় যুবপুরামের উদ্যোগে হুইসেল ব্লোয়ারদের অন্তর্ভুক্তি সভা অনুষ্ঠিত ব্রহ্মপুত্রের ভাঙ্গন ঠেকাতে স্থায়ী ব্যবস্থার দাবিতে নদীতীরে মানববন্ধন মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে জরিমানা দোকান উচ্ছেদের নামে হামলা, লুটপাটের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন কুড়িগ্রামে বিনামূল্যে উচ্চ ফলনশীল ব্রি-১০০ ধানবীজ বিতরণ কুড়িগ্রামে পিলখানা হত্যা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে একযোগে কাজ করবে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে........
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
আমাদের দেশের আম অত্যন্ত সুমিষ্ট।বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম সর্বজন স্মৃকৃত।তাই চাঁপাইনবাবগঞ্জ তথা বাংলাদেশের আম রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার। আমের ব্র্যান্ডিং প্রয়োজন। আর আমরা সে লক্ষেই কাজ করছি। বিদেশি ক্রেতা অনুসন্ধান করে এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও সুমিষ্ট আম উৎপাদনের মাধ্যমে তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে একযোগে কাজ করবে কৃষি, বানিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে রাষ্ট্রদূতসহ চাঁপাইনবাবগঞ্জের নাচোলের একটি আমবাগান পরিদর্শনে গিয়ে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ একথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জের আমবাগান দেখে মুগ্ধ হয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, এখানে বিভিন্ন আমের জাত রয়েছে। সবগুলোই সুন্দর এবং সুমিষ্ট। এ আমের প্রচার অত্যন্ত প্রয়োজন। প্রচার বাড়লে চাহিদা বাড়বে ।সেসাথে আম উৎপাদন বাড়বে।
বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, কৃষি মন্ত্রনালয়ের চেষ্টায় কৃষির উৎপাদন যেখানে শেষ হয়, সেখান থেকেই বানিজ্য মন্ত্রনালয়ের কাজ শুরু। আমরা এখানে এসেছি চাঁপাইনবাবগঞ্জের এ সুস্বাদু আমটিকে দেশে এবং বিদেশে ব্যান্ডিং করার উদ্দেশ্যে।  আম রাপ্তানী বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি, বানিজ্য, পররাষ্ট্র সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রনালয় ও সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে। আর এর জন্য দরকার উত্তম কৃষি চর্চা পদ্ধতি অবলম্বন করে উৎপাদিত আমের সনদ দেয়া। তাই বেশি বেশি গ্যাপ অনুসরনের মাধ্যমে নিরাপদ আম উৎপাদন বাড়াতে হবে।  পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহায়তায় আজকে যেসব রাষ্ট্রদূতগণ এসেছেন তাদের বাগান পরিদর্শনের মাধ্যমে নিজ নিজ দেশে বাংলাদেশের আম নিয়ে সঠিক তথ্য পাঠানোর মাধ্যমেও আমের রপ্তানী বাড়াতে রাষ্ট্রদূতদের আমন্ত্রন জানানো হয়েছে।
রপ্তানী বৃদ্ধির লক্ষ্যে এর আগে নাচোল উপজেলার কান্দবোনা গ্রামের উত্তম কৃষি চর্চা প্রকল্পের আওতায় একটি আমবাগান  বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে কৃষি মন্ত্রী ড. আব্দুস শহীদ  এবং বাণিজ্য প্রতিমন্ত্রী  আহসানুল ইসলাম টিটু চাঁপাইনবাবগঞ্জের নিরাপদ আম উৎপাদন দেখতে আম বাগান পরিদর্শন করেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্থানীয় সংসদ সদস্য মো: জিয়াউর রহমান  ব্রুনাই দারুস সালাম, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলংকা, মিয়ানমার ও লিবিয়া সহ ১৩ দেশের রাষ্ট্রদূতগণ , বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ওঋঅউ) এর কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ঋঅঙ) এর বাংলাদেশ প্রতিনিধি এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা প্রধানগণ এ দলের সাথে উপস্থিত ছিলেন।
বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সুস্বাদু ও সম্ভাবনাময় আম রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে ইতিমধ্যেই কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় যেসব বাগানে নিরাপদ আম উৎপাদন হচ্ছে সে সর্ম্পকে ধারনা দিতেই কৃষি মন্ত্রনালয় এ ধরনের উদ্যোগ নিয়েছে । এ লক্ষ্যে উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণ করে নিরাপদ আমের উৎপাদন কার্যক্রম সরাসরি তুলে ধরতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের আমবাগান পরিদর্শনের আয়োজন করে মন্ত্রণালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ