1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে উপজেলা আ.লীগ নেতা গ্রেফতার ‘বন্ধু’ সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত কুড়িগ্রামে ডিজেল পাচার কালে আটক ২ ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক যুবক আটক নেত্রকোনা বারহাট্টয় যুবপুরামের উদ্যোগে হুইসেল ব্লোয়ারদের অন্তর্ভুক্তি সভা অনুষ্ঠিত ব্রহ্মপুত্রের ভাঙ্গন ঠেকাতে স্থায়ী ব্যবস্থার দাবিতে নদীতীরে মানববন্ধন মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে জরিমানা দোকান উচ্ছেদের নামে হামলা, লুটপাটের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন কুড়িগ্রামে বিনামূল্যে উচ্চ ফলনশীল ব্রি-১০০ ধানবীজ বিতরণ কুড়িগ্রামে পিলখানা হত্যা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

কতকাল পানিতে ভাসতে হবে কইতে পারি না

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে........
ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মিনারা বেগম
মোঃ তাওরাত, বরগুনা প্রতিনিধি:-
ঘূর্ণিঝড়ের নাম শুনলেই আঁতকে ওঠেন বরগুনার মাঝেরচরের বাসিন্দা ৬৫ বছর বয়সী মিনারা বেগম। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে স্বজন হারিয়েছেন তিনি। প্রতিটি ঘূর্ণিঝড়ই তার বাড়িঘর ও ফসলের মাঠ নষ্ট হয়ে ঘরের মালামাল ভাসিয়ে নিয়েছে।
সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়ে মিনারা বেগম বলেন, আল্লাহ তুমি আমাগো লইয়া যাও। কতকাল আর আল্লায় পানিতে ভাসাইবে, কইতে পারি না।
বারবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া মিনারা আরও বলেন, সিডরের সময় ছেলে-মেয়ে ও স্বামীকে নিয়ে ঘরেই ছিলাম। যখন পানি ওঠা শুরু হয়েছিল তখন আমরা আশ্রয়ণে গিয়ে আশ্রয় নিয়েছি। তবে পানির প্রচণ্ড স্রোতে আমাদের একেক জনকে একেকদিকে ভাসিয়ে নিয়ে যায়। ওই সময়ে আমার এক নাতি মারা যায়। মাঝেরচর ছাড়া আমাদের আর থাকার কোনো জায়গা নেই। বিভিন্ন সময়ে বন্যায় আমাদের ক্ষতি হলেও বাধ্য হয়ে আমাদের এই চরেই থাকতে হয়।
এবার আবারও ঘূর্ণিঝড় রেমালে বেড়িবাঁধ ভেঙে পনিতে আমাদের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ভাসিয়ে নিয়ে গেছে ঘরের মালামাল। তিনদিন ধরে চলতে থাকা ঘূর্ণিঝড়ে আমরা অনেক কষ্ট করেছি। রান্না করে খাওয়ারমতো কিছুই ছিল না। প্রায় তিন চারদিন না খেয়ে থাকতে হয়েছে। এছাড়া যে সময় থেকে মাঝেরচরে বসবাস শুরু করেছে সেই থেকেই আমরা বিভিন্ন সময় পনিতে ভেসেছি। ঘূর্ণিঝড় মেরালে যখন ঘরবাড়ি পানিতে তলিয়েছে তখন মনের কষ্টে বলেছি, আল্লাহ তুমি আমাগো লইয়া যাও। পানিতে আর কত কাল ভাসতে হবে? একমাত্র আল্লাহ ছাড়া আমাদের দেখার কেউ নেই।
তিনি আরও বলেন, আমাদের এখানে বসবাস করতে উঁচু বেড়িবাঁধ প্রয়োজন। চরে ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ তৈরি করলে প্রতিবছর আর সংস্কার করার প্রয়োজন হয় না। আমরাও নিরাপদ থাকতে পারব।
বরগুনার বিষখালী নদীর মাঝে জেগে ওঠা মাঝেরচরটিতে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বসবাস করছেন মিনারার মতো আরও অসংখ্য পরিবার। জীবনের নিশ্চয়তা না থকলেও থাকার জন্য বিকল্প কোনো জায়গা নেই তাদের। এতে বাধ্য হয়ে ওই চরেই বসবাস করছেন পরিবারগুলো। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে মাঝেরচরে অসংখ্য মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি সস্পূর্ণ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতিটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসেই বাঁধ ভেঙে পানিতে প্লাবিত হয়ে পড়ে এ চরের বাসিন্দারা। সর্বশেষ আবারও ঘূর্ণিঝড় রেমালের ঝড়ো হাওয়ায় ও পানিতে প্লাবিত হয়ে ঘরবাড়ি বিধ্বস্তসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে মাঝেরচরের বাসিন্দাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ