আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ কৃষিবিদ মো: মঞ্জুর হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পূবন আখতার।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক ছানা লাল বকসী, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, আইসিটি বিভাগের প্রোগ্রামার ছাব্বির হোসেন রবনী প্রমুখ।
Leave a Reply