আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
প্রকাশ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ইং
কুড়িগ্রামে কেক কাটা, আলোচনা সভা ও প্রার্থনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ধর্মাবলম্বী ও অনুসারীদের যীশু খ্রিষ্টের জন্মদিনের এ অনুষ্ঠানে জেলা শহরের পৌরসভার পুরাতন ষ্টেশন পাড়াস্থ ঈসায়ী ফেলোশীপ চার্চে বড়দিনের উৎসব পালন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
ঈসায়ী ফেলোশীপ চার্চে ঘণ্টাব্যাপী প্রার্থনায় জেলার অনেক খ্রিষ্টান ধর্মাবলম্বী অংশ দেন। খিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের এ উৎসব নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে পালন করতে চার্চের পাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে খ্রিষ্টান পরিবাররা কেক তৈরি করে তা কেটে পরিবারের সকল সদস্যের মধ্যে বিতরণ করে আনন্দ উপভোগ করেন।
এ সময় অনুষ্ঠানে এ্যাপেসেল লায়লা সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন পালক প্রধান ইমরান সরকার, নব্য অভিষিক্ত পালক রোমান ইমতিয়াজ, সিমিয়ন সরকার, আব্দুর রাজ্জাক, সঞ্চিতা নন্দী প্রমুখ। গান, প্রার্থনা, বাক্যপাঠ ও দেশবাসীর নিরাপত্তাসহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর সংঘাতহীন হয় এজন্য ভক্ত অনুসারীরা বিশেষ প্রার্থনা করেন।
Leave a Reply