আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ইং
কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। আর দিনরাত প্রতিদিন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে।
শনিবার (২৩ ডিসেম্বর) জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। প্রতিদিন ভোর থেকে শুরু করে সকালে সূর্য ওঠা পর্যন্ত তাপমাত্রা কম থাকে। যদিও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের মুখ দেখা গেলেও রোদে তেমন উষ্ণতা অনুভূত হয়না। ঘন কুয়াশা সামান্য কেটে গেলেও ঠান্ডার প্রকোপ কমেনি। ফলে কর্মমূখী ও শ্রমজীবি মানুষগুলো রয়েছেন শীতকষ্টে।
অপরদিকে, সন্ধ্যার পর থেকেই উত্তর দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে এ জেলার উপর দিয়ে। তা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। এ কারণে এ জনপদের দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষরা পড়েছেন চরম বিপাকে। ছিন্নমূল মানুষগুলো শীতবস্ত্র সংকটে রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ জানান, এখন পর্যন্ত জেলায় ৪৫ হাজার কম্বল শীতার্ত মানুষের মাঝে প্রদান করা হয়েছে।
এদিকে,অতিরিক্ত ঠান্ডা ও শীতের কারনে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি কাশিসহ বিভিন্ন শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে এসব রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে ২০-৩০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এখন তাপমাত্রা কিছুটা বাড়লেও ঠান্ডার অনুভূতি থাকবে।
Leave a Reply