আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ইং
কুড়িগ্রামের চিলমারী খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদামে আমন ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন।
এ সময় উপজেলা নিবাহী অফিসার মো.মিনহাজুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, রমনা মডেল ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আলাউদ্দিন বসুনিয়া, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আরেফিন, থানাহাট আদর্শ বণিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান আলীসহ মিল চাতাল মালিকগণ উপস্থিত ছিলেন।
চলতি আমন মৌসুমে প্রতি কেজি ধান ৩০ টাকা দরে এ্যাপস এ আবেদনের ভিত্তিতে লাটারীর মাধ্যমে ৯৭ জন প্রান্তিক কৃষকের নিকট থেকে ২৯১ মেট্রিকটন ধান এবং প্রতি কেজি চাল ৪৪ টাকা দরে উপজেলায় ৪ ০জন মিলারের মাধ্যমে ৩৬৭মে. টন চাল ক্রয় করা হবে। যা গত ২৩ নভেম্বর তারিখে শুরু হয়ে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। বুধবার আবুল হক নামের এক কৃষকের নিকট হতে ৩ মেট্রিকটন ধান নিয়ে ধান ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়। উল্লেখ্য,গত ২৩ নভেম্বর সারাদেশে একযোগে চাল ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়েছে।
Leave a Reply