আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
১৭ ডিসেম্বর’২০২৩ ইং
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়িতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চন্দ্রখানা বৈরাগীটারী এলাকার মৃত খোকা বর্মনের ছেলে রিক্সাচালক শৈলান বর্মন ও তার ভাই রবি বর্মনের বাড়িতে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৮ টার দিকে হঠাৎ ঘরের মধ্যে আগুন দেখতে পায়, পরে পরিবারটি চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিভানোর চেষ্টা করে, খবর পেয়ে ফুলবাড়ি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
ততক্ষণে জাতীয় পরিচয় পত্র, এক লক্ষ টাকা জমির দলিল ভিসার কাগজসহ ৫ লক্ষ টাকার মত মালামাল উড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে বলে দাবি জানান ভুক্তভোগী পরিবার। বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন পরিবারটি।
ঘটনার খবর শুনে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য একরামুল হক পরিবারের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানান। এ সময় বসত ঘর আগুনে পুড়ে ছাই হওয়া পরিবারের লোকজন, সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়ে আবেদন জানান।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্তের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা জানিয়েছি, পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ করা হবে।
Leave a Reply