এ. কে. এম. আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে গত দুদিন ধরে ঘন কুয়াশা ও শীতের ঠাণ্ডা খানিকটা বেশি অনুভূত হচ্ছে । সেইসাথে আকাশ মেঘলা থাকায় সূর্যের মুখ দেখা না যাওয়ায় ঠাণ্ডার মাত্রা বেড়েছে । গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি সেলসিয়াস বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে ।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে আকাশ মেঘলা ও ঘন কুয়াশায় জনজীবনে অনেকটা অস্বস্তি নেমে এসেছে । সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও সূর্যের মুখ দেখা না যাওয়ায় এ জনপদের মানুষজন পড়েছেন বিপাকে । বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন সকালে কাজে যেতে অনেক দেরি করেন । এ কারণে ঠাণ্ডা অনুভূত হওয়ায় কাজ করতে গিয়ে অনেক কষ্ট পোহাতে হয় এসব মানুষের ।
অন্যদিকে,গবাদি পশুসহ বৃদ্ধ ও শিশুরা ঠাণ্ডায় কষ্ট পাচ্ছে বেশি । জেলার রাজারহাট উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ঘন কুয়াশা ডিসেম্বর মাসে দিন যতই যাবে ক্রমেই তা বাড়তে থাকবে ।
গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যা গতকালের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে ।
Leave a Reply