অনলাইন ডেস্ক::
যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজারের আরও ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসেছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এসব টিকা।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় তিন চালানে ফাইজারের ২৫ লাখ টিকার মধ্যে দ্বিতীয় চালানের ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ফাইজারের টিকার তৃতীয় চালানে আজ রাতে আসবে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা। এর আগে, প্রথম চালানে সোমবার রাতে এসেছে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা।
সব মিলিয়ে সোম ও মঙ্গলবার তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে আসার কথা রয়েছে। এরমধ্যে সোমবার রাতে ও আজ সন্ধ্যায় আসা দুই চালানে মোট ১৮ লাখ ৮২ হাজার ৫৩০ ডোজ টিকা দেশে এসেছে।
Leave a Reply