1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীর বটতলা মোড়ে ওটিবিএল টাওয়ারে আগুন কুড়িগ্রাম সীমান্তে আবারও ১২ জনকে বিএসএফের পুশইন মায়ের কোলে ঠাঁই পেলো কুড়িয়ে পাওয়া সেই নবজাতক আদিনা কলেজে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপিত ভারতে আটক ২৪ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ ১৬ নদ-নদীর ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের নদীপাড়ের মানুষ সরকা‌রি বই চুরির মামলায় সুপারভাইজার গ্রেফতার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই বরিশালের বাবুগঞ্জে ১০ কেজি গাঁজা সহ নয়ন তালুকদার (১৯) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ বরিশাল নগরীতে পুলিশের হাতকড়া নিয়ে পালানো দুই যুবককে আটক করেছে পুলিশ

ভারতে আটক ২৪ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ২৪ মে ২০২৫ ইং ১২:০১ পিএম.
ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (২৩ মে) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশিদের ফেরত দেয় বিএসএফ। পরে ফেরত বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এবং বৈঠকে উপস্থিত থাকা ফুলবাড়ী উপজেলার নাওডাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাছেন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাছেন আলী জানান, ফেরত বাংলাদেশি নাগরিকরা কাজের সূত্রে ভারতের দিল্লিতে অবস্থান করছিলেন। সেখান থেকে দেশে ফেরার উদ্দেশে তারা সংশ্লিষ্ট সীমান্তের বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করে। বিএসএফ তাদের আটক করে বাংলাদেশে পুশইন করার প্রস্তুতি নেয়। খবর পেয়ে বিজিবি আটক বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বার্তা পাঠায়। পরে উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আটক বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ফেরত নেয় বিজিবি। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানায়, ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে মর্মে খবর পায় বিজিবি। অবৈধভাবে কোনও নাগরিককে বাংলাদেশে না ঢোকানোর জন্য বিএসএফকে বার্তা প্রদান করা হয়।
বার্তায় বিএসএফকে জানানো হয়, প্রকৃত বাংলাদেশি নাগরিক হলে তাদের সঠিক পরিচয় নিশ্চিত সাপেক্ষে প্রচলিত নিয়মানুযায়ী তাদের গ্রহণ করা হবে। কিন্তু কোনও অবস্থাতেই বাংলাদেশি নয় এমন কোনও ব্যক্তিকে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে ২৪ জনের (পুরুষ- ১২ জন এর মধ্যে শিশু ৪ জন, নারী-১২ জন এর মধ্যে শিশু ৪ জন ) নামের তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে প্রদান করে। উক্ত তালিকা যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাদেরকে পরিবারের  নিকট হস্তান্তর করা হয়েছে।
ভারত থেকে ফেরত আসা ২৪ বাংলাদেশি হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫) তার স্ত্রী আম্বিয়া বেগম(১৯) মেয়ে তাসলিমা (৭) মাতা তানেকা বেগম(৪৬) বোন তাহেরা খাতুন(৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩) তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) তার স্ত্রী সাথী বেগম(২৮) ছেলে শহিদুল (৯) মেয়ে কাজলী (২), উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫) তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩) ছেলে আশিক বাবু (১৪) মেয়ে জান্নাতি খাতুন (১৯) জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫) তার স্ত্রী আলমিনা বেগম (২৯) মেয়ে হাছিনা (১৩) ছেলে আরিফ (৪) আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।
নাওডাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাছেন আলী বলেন, ‘ফেরত ২৪ জনের প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক। তারা কাজের উদ্দেশে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। তাদের অনেকে ৮-১০ বছর থেকে ভারতে অবস্থান করছিলেন। সেখানে তারা কাজ করতেন। দেশে ফেরত আসার সময় তারা বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন। পরে পরিচয় নিশ্চিত হয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেয় বিজিবি।’
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ হাসনাইন বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুদের ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ