1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীর বটতলা মোড়ে ওটিবিএল টাওয়ারে আগুন কুড়িগ্রাম সীমান্তে আবারও ১২ জনকে বিএসএফের পুশইন মায়ের কোলে ঠাঁই পেলো কুড়িয়ে পাওয়া সেই নবজাতক আদিনা কলেজে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপিত ভারতে আটক ২৪ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ ১৬ নদ-নদীর ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের নদীপাড়ের মানুষ সরকা‌রি বই চুরির মামলায় সুপারভাইজার গ্রেফতার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই বরিশালের বাবুগঞ্জে ১০ কেজি গাঁজা সহ নয়ন তালুকদার (১৯) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ বরিশাল নগরীতে পুলিশের হাতকড়া নিয়ে পালানো দুই যুবককে আটক করেছে পুলিশ

প্রভাব বিস্তারে বৈষম্য বিরোধী সমন্বয়কদের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে..............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ২৩ মে ২০২৫ ইং ১২:০১ এএম.
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরের উপজেলার শহীদ মিনার চত্বরে এ সংঘর্ষের  ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন সাজেদুল ইসলাম সবুজ ও রঞ্জ মিয়া  অপরপক্ষ মেহেদী হাসান রনি ও রাফি । স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় জনপ্রতিনিধি সুত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের কাছ থেকে প্রকল্পের বরাদ্দ নেয় সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ। ইতোমধ্যে প্রকল্পের অধিকাংশ বিল উত্তোলনও করেছেন সবুজ। আজ বৃহস্পতিবার সমন্বয়ক সবুজের আহব্বানে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে অপর সমন্বয়ক মেহেদী হাসান রনির নেতৃত্বে কয়েক জন তরুণ উপস্থিত হন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে সবুজের প্রকল্পের কাজ বাগিয়ে নেওয়ার বিষয়ে কথা বলা শুরু করেন। এ বিষয় নিয়ে সেখানে উপস্থিত লোকজন দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়।  উভয়ের মধ্যে বাকবিতন্ডতার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়। পরে  স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ সংঘর্ষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাজেদুল ইসলাম সবুজ বলেন, “কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সকল সমন্বয়কদের আলোচনা সভার জন্য শহীদ মিনার চত্বরে ডাকি। এসময় ছাত্রদল, যুবদল ও বিএনপির কিছু ছেলে রনজু ইসলাম এর সাথে তর্কে জড়ায় এবং আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা করে।”
মেহেদী হাসান রনি জানান, “সবুজ বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে ঠিকাদার ও চেয়ারম্যানদের কাছে চাপ দিয়ে বিভিন্ন প্রকল্প হাতিয়ে নেওয়ার প্রমাণসহ তার কাছে জানতে চাইলে সে আমাদের ওপর অতির্কিত ভাবে হামলা করে।”
বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলন রৌমারী শাখার আরেক সমন্বয়ক রাফি জানান, সবুজ বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নাম ভাঙ্গিয়ে উপজেলায় প্রকল্প, নানা-অনিয়ম দূর্নীতি করে আসছেন। তিনি  যেনো নতুন করে কোন অনিয়ম দূর্নীতি সহ সুবিধা নিতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থাকা জরুরি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয় এবং এখন পরিস্থিতি শান্ত। তবে এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ