মো. মেহেদী হাসান, বরিশাল প্রতিনিধি:-
শনিবার, ১৭ মে ২০২৫ ইং ০৬:০০ পিএম.
শুক্রবার,১৬ই মে-২০২৫ ইং তারিখ রাতে বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের বাগিয়া এলাকায় জমিজমা ভাগাভাগি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মো. হাসান (২৫) কে তার দুই চাচা শহীদ (৪০)ও সুমন (৩৫) ভুক্তভোগী মো. হাসানকে রাতে রাস্তায় পেয়ে আটকিয়ে মারধর করে।
ভুক্তভোগী অসুস্থ্য হয়ে পরলে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং জরুরী বিভাগে ভর্তি করান।
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান ভুক্তভোগী মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন। এ ব্যাপারে স্থানীয় লোকদের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে, কেউ কিছু বলতে নারাজ।
Leave a Reply