1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাহাড়ি ঢলে ভেঙেছে সেতু, বিছিন্ন ২০ হাজার মানুষ

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে.............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ১৮ মে ২০২৫ ইং ০৭:০১ এএম.
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার লালকুড়া কাঠের সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে গেছে। এতে ১১টি গ্রামের ২০ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার জিঞ্জিরাম নদীর ওপরে কাঠের সেতুটি ভারতীয় পাহাড়ি ঢলে আসা পানির স্রোতে ভেঙে যায়। এতে স্থানীয় হাট-বাজার ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতু তৈরি হয়। ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছিল ১১টি গ্রামের বাসিন্দারা। বর্তমানে সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আবু সাঈদ, করিম মোল্লা, আব্দুস সালাম, জহিরুল ইসলামসহ অনেকে কালবেলাকে বলেন, চলাচলের একমাত্র সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত করতে বিপাকে পড়তে হচ্ছে। তাই স্থানীয় প্রশাসনের কাছে যাতায়াতের জন্য দ্রুত সমাধানের দাবি জানান।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী কালবেলাকে বলেন, শনিবার দুপুরে পাহাড়ি ঢলে কাঠের সেতুটি ভেঙে পড়ায় ২০ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। যাতায়াতের ব্যাপারে যেন দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা আছে ঝড়ে কিংবা অন্য কোন কারণে ক্ষতি হলে সেটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ