1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৯ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কুড়িগ্রামে ১৬ ইঞ্চির কলাগাছে ৭ মোচা

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ১৮ মে ২০২৫ ইং ০৭:০০ এএম.
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ১৬ ইঞ্চি একটি কলাগাছে ৭টি মোচা (মোখজ) ধরেছে। এত ছোট গাছে এতগুলো মোচা ধরায় এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলার এই মোচা শত শত মানুষ একনজর দেখার জন্য ভিড় করছে।
এলাকাবাসী জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের অদূরে উত্তর দিকে চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে নুরজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ ইঞ্চি কলার গাছে ৭টি মোচা (মোখজ) বের হয়। শনিবার (১৭ মে) দুপুরের দিকে একটি ছোট শিশু ওই কলাগাছে এত মোচা দেখে চিৎকার দিয়ে ওঠে। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে কলাগাছে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ এত ছোট কলাগাছের ৭টি মোচা দেখতে ভিড় জমাতে থাকে।
সোনাবর এলাকা থেকে দেখতে আসা গায়ক ত্রৈলক্যনাথ রায় (৫২) বলেন, এত ছোট কলাগাছে ৭টি মোখজ (মোচা) কখনো দেখিনি। এই প্রথম আমার জীবনে দেখা।
সেকেন্দার আলী নামে আরেক ব্যক্তি বলেন, এটা গজবের লক্ষণ।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, এখানে অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে। এজন্য হয়তো এতগুলো মোচা হয়েছে। তবে এ দৃশ্য খুবই দুর্লভ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ