আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ১১ মে ২০২৫ ইং ০৪:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় নয়ন মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০৯ পিস ইয়াবা, দেড় গ্রাম হেরোইন ও নগদ ৩ হাজার ৩ শত টাকাসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার নজরুল ইসলামের পুত্র।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ১৯টি মামলা রয়েছে।
Leave a Reply