আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ০৩ মে ২০২৫ ইং ০৬:০১ পিএম.
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ২ মে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে অভিযান চালিয়ে মাদকসহ পিতাপুত্রকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে জাহাঙ্গীর আলমের চায়ের দোকানে অভিযান চালিয়ে ভারত থেকে আমদানীকৃত নিষিদ্ধ সাত বোতল মাদক ইস্কাফ উদ্ধার করা হয়।
এসময় মাদক বিক্রির অপরাধে দোকানদার জাহাঙ্গীর আলম (৫২) এবং তার ছেলে জাহিদ হাসান (১৯) কে আটক করে পুলিশ। আটককৃত জাহাঙ্গীর আলম ওই ইউনিয়নের কুরুষা ফেরুসা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আটককৃতরা চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, আটককৃত পিতাপুত্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply