অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ২০ এপ্রিল ২০২৫
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের আমন্ত্রণে রিয়াদ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ ও ২৩ এপ্রিল রোজ মঙ্গল ও বুধবার দুই দিনের এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে মোদির প্রথম সৌদি সফর।
এর আগে ২০১৬ ও ২০১৯ সালে দুই দফা সৌদি সফর করেছেন মোদি। এবারকার সফর ঘিরে ভারত ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আশা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদির এই সফরের মাধ্যমে সেই সম্পর্ক আরও গভীর ও মজবুত হবে। সফরে পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হবে বলেও জানানো হয়েছে।
আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে। এর আগে মোদির সৌদি সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : এনডিটিভি
Leave a Reply