1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আলোচিত- সমালোচিত আঃ লীগ নেতা আবু নুর গ্রেফতার সীমান্তে ০১ জন আসামীসহ ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ০১টি মোটরসাইকেল এবং ০১টি মোবাইল ফোন আটক সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন কুড়িগ্রামে আদালতের আদেশ অমান্য, প্রবেশন অফিসারকে তলব অসহায় শীতার্তদের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ৫৯ বিজিবি‘ কতৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রকে অনুদান প্রদান কুড়িগ্রামে কমেছে সব ধরনের শীতকালীন সবজির দাম কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

আলোচিত- সমালোচিত আঃ লীগ নেতা আবু নুর গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
ছবি লোড হচ্ছে..............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ ইং ০৮:০০ পিএম.
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নুর মোহাম্মদ আক্তারুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা শহরের নিজ বাড়ির কাছ থেকে গ্রেফতার হন এই আওয়ামী লীগ নেতা। রাজারহাট থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু নুর উপজেলা সদরের গোববর্ধন দোলা গ্রামের বাসিন্দা। তিনি কয়েক বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন। নিজ দল ও বিরোধী দলের কর্মীদের ওপর নানা সময় নির্যাতনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নানা অপকর্মের অভিযোগে তিনি ছিলেন আলোচিত-সমালোচিত। তবে ক্ষমতা আর রাজনৈতিক প্রভাবে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
থানা সূত্র জানায়, ২০১৩ সালে রাজারহাট উপজেলা শহরে হান্নান আলী নামে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হওয়া মামলায় আবু নুরকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাজারহাট থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী হান্নান। আবু নুর ওই মামলায় এজাহারনামীয় এক নম্বর আসামি।
আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দল ও বিরোধী মত দমনে বিভিন্ন সময় আলোচিত ও সমালোচিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু নুর। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যসহ দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি উপজেলার সংবাদকর্মীদের দমন ও প্রেসক্লাবে হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এই আওয়ামী লীগ নেতা গ্রেফতারের খবরে রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক খন্দকার আরিফ বলেন, ‘আওয়ামী লীগের সময়কালে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই মিলে যে সুযোগ-সুবিধা ও সম্পদের মালিক হয়েছেন আবু নুর একাই তার চেয়ে বেশি সম্পদের মালিক হয়েছেন। তিনি ছিলেন বেপরোয়া। তার আধিপত্য ছিল একচেটিয়া। আমরা চাই তার সব অপকর্মের আইনানুগ বিচার হোক।’
এ ব্যাপারে জানতে রাজারহাট থানার ওসি রেজাউল করিমকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
ডিউটি অফিসার সফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকালে গ্রেফতার আবু নুরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ