আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ইং ০৭:০০ পিএম.
কুড়িগ্রামে আদালতের রায় অনুযায়ী জমির মালিকানা পেলেও জমিতে প্রবেশের পথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিকদের পক্ষে আহাম্মদ হোসেন।
সংবাদ সম্মেলনে মোঃ আহাম্মদ হোসেন জানান, কুড়িগ্রাম পৌরসভার অন্তর্গত হিঙ্গনরায় মৌজার জিয়া বাজার সংলগ্ন তাদের পৈত্রিক সম্পত্তি (৮ শতাংশ জমি) দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম পৌরসভা দোকানঘর বানিয়ে ভাড়া দিয়ে দখলে রেখেছিল। জমির সঠিক মালিকানা ফিরে পেতে তাদের পরিবার আদালতে মামলা করে।
২০১২ সালের ২৩ আগস্ট আদালত মামলার রায়ে জমির মালিকানার পক্ষে সিদ্ধান্ত দেন। পরবর্তীতে বিবাদীদের আপিল মামলাতেও ২০১৮ সালে তাদের পক্ষে রায় হয়। ১৩ নভেম্বর ২০২৪ তারিখে সিভিল কোর্ট কমিশনারের মাধ্যমে জমি চিহ্নিত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তাদের জমি বুঝিয়ে দেওয়া হয়।
তবে জমি বুঝিয়ে দেওয়ার পরও বিবাদী বাবলা ঘোষ, আব্দুস সালাম, সাহের আলী, আবেদ আলী ও আল আমিনসহ কয়েকজন প্রবেশপথে টিনের বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেন আহাম্মদ হোসেন।
আহাম্মদ হোসেন আরও বলেন, গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে ভাড়াটে লোকজনদের দিয়ে মানববন্ধনের নামে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করে ভিন্ন তথ্য প্রকাশ করানো হয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ভুক্তভোগী জানান, দীর্ঘদিনের মামলাটি চালাতে গিয়ে তাদের পরিবারের আর্থিক অবস্থা প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। বর্তমানে তারা জমিতে শান্তিপূর্ণ ভোগদখলে বাধাদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জমির মালিকদের মধ্যে জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন, আব্দুর রশিদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply