সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি:-
নেত্রকোনার বারহাট্টায় উপজেলা যুব ফোরামের উদ্যোগে হুইসেল ব্লোয়ারদের অন্তর্ভুক্তিমূলক সভা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর-২০২৪ বৃহস্পতিবার বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত সভায় রাসেল আহমেদের সঞ্চালনায় বারহাট্টা উপজেলা যুব ফোরামের আহ্বায়ক তুহিন কুমার সরকারের সভাপতিত্বপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের আওতায় জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির মাঠকর্মী ঝলক সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, যুবরা আমাদের প্রধান চালিকা শক্তি। যুবরা সঠিক পথে পরিচালিত হলে এবং বিভিন্ন সরকারী প্রশিক্ষণে অংশগ্রহণ করলে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। বারাহাট্টা উপজেলা যুব ফোরামের সদস্যদের যুব উন্নয়ন অধিদপ্তর এর ২৮টি ট্রেডে পর্যায়ক্রমে যুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।
Leave a Reply