1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে উপজেলা আ.লীগ নেতা গ্রেফতার ‘বন্ধু’ সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত কুড়িগ্রামে ডিজেল পাচার কালে আটক ২ ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক যুবক আটক নেত্রকোনা বারহাট্টয় যুবপুরামের উদ্যোগে হুইসেল ব্লোয়ারদের অন্তর্ভুক্তি সভা অনুষ্ঠিত ব্রহ্মপুত্রের ভাঙ্গন ঠেকাতে স্থায়ী ব্যবস্থার দাবিতে নদীতীরে মানববন্ধন মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে জরিমানা দোকান উচ্ছেদের নামে হামলা, লুটপাটের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন কুড়িগ্রামে বিনামূল্যে উচ্চ ফলনশীল ব্রি-১০০ ধানবীজ বিতরণ কুড়িগ্রামে পিলখানা হত্যা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্সের নির্বাচনে আবারও সভাপতি আব্দুল ওয়াহেদ

  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে আবারও বিজয়ী হয়েছে বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেল।
নির্বাচনে এই প্যানেল থেকে সাধারণ সদস্য পদে ১২ জন জয়ী হয়েছেন। অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।
শনিবার চেম্বার ভবনে সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশু।
নির্বাচনে জেলা চেম্বারের বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন: মো. আবদুল ওয়াহেদ (৭৯১), মো.খাইরুল ইসলাম (৬৫২), মো.আখতারুল ইসলাম রিমন (৭২৫), মো.মফিজ উদ্দিন (৬৯০),মো. আব্দুল আওয়াল (৬৬১),মো. সৈবুর রহমান (৬৩০), মো.দেলোয়ার হোসেন (৫৯৬),মো.নূর আমিন (৬০৫), মো. আরিফ উদ্দিন ইতি (৬২৭),মো.নাজিবুর রহমান (৬৬৮),মো. আব্দুল বারেক (৬৩২), মো. মনিরুল ইসলাম (৫৯৭)।
অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহযোগী সদস্য পদে আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন,তারা হলেন: মো. শুকুরুদ্দিন (১০৮), মো. বাহারাম আলী (১১৪), মো. উজায়ের হোসেন (১২৩), মো. মিলায়েতুল কোরাইশি (১১২) ও মো. শহিদুল ইসলাম (১০৩)। সাধারণ গ্রুপে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৭৬ জন ও সহযোগী গ্রুপে ১৭৮ জন। চেম্বার ভবনের তৃতীয় তলায় বিভিন্ন বুথে আইনজীবীরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ভোটারদের ভোট গ্রহণ করেছেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশুসহ অন্যরা ভোট মনিটরিং করেছেন। এসময় জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব পালন করতে দেখা যায়।
এছাড়াও বুথসহ চেম্বার ভবনের আশপাশে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ৫ জন প্রতিনিধি ভোট পর্যবেক্ষণে ছিলেন। তারা হলেন: মো. মাহমুদুর রহমান মিলন, মো. হাসান আলী,মো. আব্দুল মান্নাফ,এএম আরিফ উল কবির ও আব্দুল্লাহ ফারুক। ভোটকে ঘিরে পুরাতন বাজার মোড় হতে চেম্বার ভবন পর্যন্ত ছিল ব্যবসায়ীদের ভিড়। বন্ধ ছিল সেখানকার বেশ কিছু দোকানও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ