সাগর আহমেদ জজ,
নেত্রকোনা প্রতিনিধি:-
নেত্রকোনার পূর্বধলায় এসএসসি ৯২ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন সেবা ৯২ ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাদেসা দেওয়া হয়। স্থানীয় হিরণপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।
সেবা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ এমদাদ উল্লাহ খানের সভাপতিত্বে ও আসাদুজ্জামান পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইাল মামুন, সাংগঠনিক সম্পাদক ডাঃ মো আব্দুর রহিম, খাদিজাতুল খুবরা জলি, আশরাফুল নাহার শাফলাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল।
এসময় বক্তারা, সেবা ফাউন্ডেশনের এই ব্যাতিক্রমী উদ্যোগ কে স্বাগত জানিয়ে হত দরিদদের চিকিৎসা সেবায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের আহবান জানান। সেবা ফাউন্ডেশনের উদ্যোগে একটি হাসপাতাল ও প্রতিবন্ধিদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।
দিনব্যাপী দুই হাজার হত দরিদ্র মানুষকে বিনামল্যে চিকিৎসা সেবা প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়।
Leave a Reply