1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে উপজেলা আ.লীগ নেতা গ্রেফতার ‘বন্ধু’ সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত কুড়িগ্রামে ডিজেল পাচার কালে আটক ২ ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক যুবক আটক নেত্রকোনা বারহাট্টয় যুবপুরামের উদ্যোগে হুইসেল ব্লোয়ারদের অন্তর্ভুক্তি সভা অনুষ্ঠিত ব্রহ্মপুত্রের ভাঙ্গন ঠেকাতে স্থায়ী ব্যবস্থার দাবিতে নদীতীরে মানববন্ধন মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে জরিমানা দোকান উচ্ছেদের নামে হামলা, লুটপাটের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন কুড়িগ্রামে বিনামূল্যে উচ্চ ফলনশীল ব্রি-১০০ ধানবীজ বিতরণ কুড়িগ্রামে পিলখানা হত্যা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ডিপিএসের টাকা ফেরত পেতে বিভিন্ন অফিসে অভিযোগ আমানতকারীর

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ ইং ০৬:৩০ পিএম.
কুড়িগ্রামের রাজারহাটে উজ্জ্বল ভবিষ্যতে জন্য তিলতিল করে জমানো ডিপিএসের সমূদয় টাকা ফেরত পেতে বৃহস্পতিবার ( ০৭ নভেম্বর ) রাজারহাট থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসসহ বিভিন্ন অফিসে অভিযোগ আমানতকারীর। আমানতকারীদের গচ্ছিত লক্ষ লক্ষ টাকা আত্মসাত করতে সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক কৌশলে দু’জনই দুজনের বিরুদ্ধে তুলেছেন টাকা আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ।
অপরদিকে ডিপিএসের মেয়াদপূর্তি ৪ মাস পড়েও সমুদায় টাকা না পেয়ে কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ বাদল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আমানতকারী জামাল উদ্দিন।
কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেড কার্যালয়টি উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের কুড়ারপাড় বাজারে অবস্থিত। অভিযোগকারী মোঃ জামাল উদ্দিন (৬৪) বলেন, আমি আমার ছেলে রুবেল হোসেনের নামে ৫ বছর মেয়াদি একটি ডিপিএসের মেয়াদপূর্তির পড়ে বইটি সমিতির কার্যালয়ে জমা করি।
ডিপিএস বইটি জমা করার ৪ মাস অতিক্রম হলেও সভাপতি সম্পাদক আমার ৫২ হাজার টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করে। পরে আমি রাজারহাট থানায় অভিযোগ করি। সেখানে সমাধান না হওয়ায় সেনাবাহিনীর কাছে অভিযোগ দেই এবং সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা বরাবর অভিযোগ করি। একই ঘটনার শিকার সমিতির আর এক সদস্য চেতনা গ্রামের বাসিন্দা রাজু আহমেদ জানান আমার পরিবারের তিন সদস্যের নামে দুটি দৈনিক একশত টাকা ও মাসিক ১৫শ টাকা দুইবছর মেয়াদি ডিপিএস করি। তারমধ্যে একটি বইয়ের মেয়াদপূর্ণ হয়েছে। অপরদুটি বইয়ে জমা চলমান ছিলো। তিন বইয়ে ৬৬হাজার ৩শ টাকা জমা আছে। একটি বইয়ের উপরে ৪৫ হাজার টাকা ঋন দেয় সমিতি। এখন কিস্তি ও ডিপিএস এর সঞ্চয় নিতে মাঠকর্মী আসেনা।
ছবি লোডিং..............
একই গ্রামের বাসিন্দা রইচ উদ্দিন বলেন আমি পাঁচ বছর মেয়াদি একটি ডিপিএস করি। তিনবছর পুর্ণ হয়েছে প্রায় ৮ থেকে মাঠকর্মী কিস্তি নিতে আসেনা। পরবর্তীতে আমি স্থানীয় জনপ্রতিনিধিসহ অফিসে যোগাযোগ করে বই জমা নিয়ে ১৭হাজার ৭শত ৪০ টাকা ফেরত দিবার কথা বললেও এখন পর্যন্ত সঞ্চয় ফেরত পাইনি, সমিতির কার্যক্রম ও কার্যালয় বন্ধ এখন।আরেক সদস্য মজিদ মিয়া বলেন, আমি দুইবছর মেয়াদি ডিপিএস করি, আমার ১৪হাজার ৬শ টাকা জমা হয়েছে, বই জমা নিয়ে এখন টাকা ফেরত দিচ্ছে না।
কুড়ারপাড় বাজারে প্রবীণ ঔষধ বিক্রেতা ও পল্লী চিকিৎসক আব্দুল আজিজ বলেন,আমার নাতি ফরিদুল ইসলামের নামে ৫ বছর মেয়াদি দৈনিক একশত টাকা জমার জিপিএস করি। সেই ডিপিএস পাস বইয়ে প্রায় ২৬মাস টাকা জমা করি। হঠাৎ করে মাঠকর্মী সঞ্চয় নিতে আসা বন্ধ করে, প্রায় ৪ মাস ধরে অফিস খুলছে না। যে এলাকায় ডিপিএসের মেয়াদপূর্তির সদস্য রয়েছে সেই এলাকায় কিস্তি নিচ্ছে সমিতির সাধারণ সম্পাদক মালেক। মেয়াদপূর্তির কয়টি বই জমা দিয়েছে সদস্য জানতে চাইলে কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেড সভাপতি মোঃ বাদল মিয়া বলেন সেটি মালেক ভালো বলতে পারবে।
আমি সভাপতি পদ থেকে ইস্তফা দেই। ওই সময় উপজেলা সমবায় অফিস থেকে প্রায় পাঁচ পুর্বে অডিটের কাগজ চেয়েছিলো, সেটা মুল্যায়ন না করায় আমি ইস্তফা দেই। এছাড়াও আমার একটা বইয়ের মেয়াদপূর্তির পড়ে সমিতি থেকে টাকা ফেরত পাবো। সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, জামাল কোথায়! কোথায়!
অভিযোগ করার শখ করুক। অফিস বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অফিস খোলা হয়না, কালেকশন আমি করতেছি।সভাপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বলেন? তাহলে বাদল ভাইয়ের টাকাগুলা কে দিবে? সে মাঠকর্মী মতিয়ারের কাছে যে টাকা গুলো নিয়েছে সেটি কে দিবে? মাঠকর্মী মতিয়ার অনেক টাকা আটকায়। সেই টাকাগুলো রাতারাতি সভাপতি বাদল ও সহ-সভাপতি হুমায়ুন নিয়ে নেয়।
তাদেরকে আমি বলছি তোমরায় যদি টাকা তুলি নেন তাহলে তাদের টাকা ফেরত দিবে কে? বাদল আমার দুটি চেক আটকিয়ে রাখছে।জামাল চা আমার কাছে আসছিলো, আমি বলছি টাকা দিতে পারবো না, তখন তিনি পাস বই চেয়েছেন তখন আমি বই ফেরত দেই।তবে আমরাও ঋন গৃহীতার টাকা পাব, সেগুলো মাঠে রয়েছে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক।
এ বিষয়ে রাজারহাট উপজেলা সমবায় অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম রাসেল বলেন, আমানতকারী ক্ষতিগ্রস্থ হলে থানায় অভিযোগ করতে বলেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জেলা অফিস রেজিষ্ট্রেশন দিয়ে থাকেন সেখানে কথা বলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ