1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে উপজেলা আ.লীগ নেতা গ্রেফতার ‘বন্ধু’ সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত কুড়িগ্রামে ডিজেল পাচার কালে আটক ২ ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক যুবক আটক নেত্রকোনা বারহাট্টয় যুবপুরামের উদ্যোগে হুইসেল ব্লোয়ারদের অন্তর্ভুক্তি সভা অনুষ্ঠিত ব্রহ্মপুত্রের ভাঙ্গন ঠেকাতে স্থায়ী ব্যবস্থার দাবিতে নদীতীরে মানববন্ধন মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে জরিমানা দোকান উচ্ছেদের নামে হামলা, লুটপাটের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন কুড়িগ্রামে বিনামূল্যে উচ্চ ফলনশীল ব্রি-১০০ ধানবীজ বিতরণ কুড়িগ্রামে পিলখানা হত্যা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ ইং ০৫:০০ পিএম.
কুড়িগ্রামে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা বিএনপির দুটি পক্ষ পৃথক পৃথক র‌্যালি ও সমাবেশের আয়োজন করে।
বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে কারামুক্ত করে আলোয় বের করে নিয়ে আসে। বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্রমান্বয়ে হয়ে ওঠেন দেশের মহান নেতা। অসীম সাহস ও প্রগাঢ় দেশপ্রেমের কারণে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে। দেশের আজকের পট পরিবর্তনে জিয়ার আদর্শ মেনে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক জিয়াকে দেশে ফিরে এনে তার নেতৃত্বে দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
সকালে জেলা বিএনপির দাদামোড়স্থ কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো: আবদুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান ফিরোজ, যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, কৃষক দলের হায়দার আলী চিশতী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম,  ছাত্রদল সভাপতি আমিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।
অন্যদিকে সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ আমতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা শাহীন আশরাফ জুয়েল, বিএনপি নেতা অ্যাডভোকেট বজলুর রশীদ, সরকারি কলেজের সাবেক সভাপতি নাজমুল রোকন, সদর উপজেলা যুবদলের য্গ্মু আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিশু, পৌর যুবদল সাবেক সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইদুল বকসী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবু হানিফ বিপ্লব, কৃষক দলের আহ্বায়ক রিপন রহমান ও সদস্য সচিব রোকনুজ্জামান রুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল ওয়াহেদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শামীম ও সদস্য সচিব মহুবর, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, শাহীন ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুবনেতা মোর্শেদ হোসেন লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু দারদা হেলাল, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বিপুল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ