নিজস্ব প্রতিবেদক:-
মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৪ ইং ০৮:০০ পিএম.
২৯ অক্টোবর ২০২৪ ইং তারিখে মসজিদ সমাজ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যলয় হলরুমে “জুলাই’২৪ শহীদদের স্মরণে “সুপ্রভাত বাংলাদেশ” শিরোনামে গ্রাফিতি এবং শহীদ আবু সাঈদ কর্ণার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি।
প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন বলেন, রাজাকার শব্দটি পরহেজগার মানুষদেরকে ঘায়েল করার একটি অস্ত্র। ভারতের র’ সবসময় এদেশে আওয়ামীলীগের ঘারের উপরে সওয়ার হয়। আগে উঠেছিল মুজিবের ঘাড়ে, এখন ফ্যাসিস্ট হাসিনার ঘাড়ে।
সঠিক ইতিহার জানার আহবান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধে এদেশে হিন্দুদের রক্ত ঝড়ে নাই। অথচ গত পনের বছর ধরে আমরা এই দেশের সংঘ্যালঘু জাতিতে পরিণত হয়েছিলাম। ২৫২ জন নতুন এসাই নিয়োগের মধ্যে ৯৬ জনই হিন্দু। সকল বড় বড় সেক্টরে তাদেরকে বসানো হয়েছে। এগুলো সব র’য়ের ষড়যন্ত্র। এদেশটাকে আওয়ামীলীগ নয়, বরং র’ চালিয়েছিল।
তিনি বলেন, আমাদেরকে মুক্তিযুদ্ধের ভুল ভাল ইতিহাস শুানানো হয়। ৩ লাখ শহীদ হয়েছে, অথচ ৩০ লাখের কথা বলা হয়েছে। শেখ মুজিব লাখ আর মিলিয়নের হিসাব না বুঝার কারণেই এই কথা বলেছেন। তিনি আরও বলেন, আমার পরিবাদের ৭ জন মুক্তিযোদ্ধা। আমার বড় ভাই আলেম ও মুক্তিযোদ্ধা। অথচ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আলেমদেরকে দাঁড় করানো হয়েছে। রাজাকারের চিত্র বানালে দাড়ি টুপি লাগিয়ে দেয়া হয়।
তিনি যোগ করেন, আওয়ামীলীগ একটা রাজাকারের তালিকা তৈরি করেছিল। সেখানে সবচেয়ে কম (যা ১০০ এরও কম) ছিল জামায়াত ইসলামীর লোক। সবচেয়ে বেশি ছিল আওয়ামীলীগের। যার ফলে সেই তালিকা আর প্রকাশ পায় নাই। এমনকি হাসিনা মুক্তিযোদ্ধাদেরও কোন তালিকা করেন নাই। কারণ শেখ পরিবারের কোন মুক্তিযোদ্ধা নাই। একজন শেখ শহীদ মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু সে ছিল জাতীয় পার্টির মন্ত্রী, কখনও আওয়ামীলীগ করে নাই।
Leave a Reply