আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ইং ১২:০১ এএম.
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সরকার পাড়ায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। মোঃ সাহেব আলী (৬৫) , বাঙ্গালীর বস, সরকার পাড়া, রায়গঞ্জের বাসিন্দা, যিনি রতনপুর আদর্শপাড়া জামে মসজিদের খতিব এবং সোনাইর খামার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ছিলেন, তিনি আযানরত অবস্থায় ইন্তেকাল করেছেন।
২৫ অক্টোবর শুক্রবার, এশার নামাজের আযান দেওয়ার সময় সাহেব আলী হার্ট অ্যাটাকের শিকার হন। তিনি আগে একবার হার্ট অ্যাটাক করেছিলেন, কিন্তু সেই সময় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে আজকের এ আযান দেওয়ার সময় পুনরায় হার্ট অ্যাটাক হলে তিনি মসজিদেই মৃত্যুবরণ করেন।
মোঃ সাহেব আলী স্থানীয় সরকার পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়মিতভাবে আজান দিতেন এবং ওয়াক্তি নামাজ পড়াতেন।
তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ ও আশপাশের গ্রামের মানুষ তাকে একজন ধর্মপ্রাণ, নীতিবান ও সমাজের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে জানতেন। তার আকস্মিক মৃত্যু এলাকাবাসীকে হতবাক করেছে। অনেকে বলছেন, তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত ধর্মীয় কাজে ব্যয় করেছেন এবং আযানরত অবস্থায় তার মৃত্যু এক প্রকার সম্মানের মৃত্যু।
মোঃ সাহেব আলীর পরিবার ও এলাকাবাসীর জন্য এই মুহূর্তটি অত্যন্ত কষ্টের। সকলের কাছে তার জন্য দোয়া কামনা করা হচ্ছে।
মরহুমের জানাযা নামাজ সকাল ১১ ঘটিকায় নিজ বাড়িতে হবে।
Leave a Reply