নিজস্ব প্রতিবেদক:-
রোববার, ২০ অক্টোবর ২০২৪ ইং ০৯:০০ পিএম.
মসজিদ সমাজ বাংলাদেশ এর উদ্যোগে রবিবার (২০ অক্টোবর) ঢাকার ধানমন্ডিতে ইসলামী ব্যাংক অব জাম্বিয়া প্রতিষ্ঠা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা ইসলামী ব্যাংক অব জাম্বিয়া প্রতিষ্ঠার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং এর উদ্যোগে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে চ্যালেঞ্জিং সমস্যা বেকারত্ব দূরীকরণসহ আফ্রিকার আর্থ-সামাজিক উন্নয়নে সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় আদিব গ্রুপের চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া আফ্রিকার জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশি তরুণদের দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে কৃষি ও অন্যান্য খাতে নিয়োজিত করার সম্ভাবনার কথা তুলে ধরেন।
দয়াল কুমার বড়ুয়া শ্রমশক্তি রপ্তানির সরকারিভাবে উদ্যোগ নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ থেকে কোটি কোটি বেকার তরুণদেরকে যদি সরকারি উদ্যোগের মাধ্যমে আফ্রিকা অঞ্চলের বিস্তৃত কৃষি জমিতে কর্মসংস্থান ও পুনর্বাসনে পাঠানো সম্ভব হয়, তাহলে তা হবে আমাদের দেশের জন্য এক বিশেষ মাইলফলক। বিষয়টি জনবান্ধব অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রস্তাবনা আকারে ইসলামী ব্যাংক অব জাম্বিয়ার সাথে যৌথভাবে পেশ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
মসজিদ সমাজ বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব নওয়াব আলী ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের মেয়াদ যদি অন্ততপক্ষে তিন বছর হয়, তাহলে যাবতীয় সংস্কার করে বাংলাদেশকে একটি সুন্দর সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে। এক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণসহ সরকার নির্বাচনের একটি সুন্দর ব্যবস্থা ও জনবান্ধব প্রশাসন উপহার দিতে সক্ষম হবে। সরকারকে বেকারত্ব দূরীকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মসজিদ সমাজ বাংলাদেশ এবং ইসলামী ব্যাংক অব জাম্বিয়া গুরুত্বপূর্ণ সহযোগিতা করবে বলে তিনি অঙ্গীকার করেন।
বিশ্ব মুসলিমের জন্য একটি বিশ্ব ইসলামী ব্যাংকের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, একটি বিশ্ব ইসলামী ব্যাংক হলে শুধু মুসলিমদের জন্য কাজ করবে না বরং সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য এই ব্যাংক কল্যাণমূলক কাজ করবে। তাই তিনি সরকারের নিকট দ্রুত এই ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে যাবতীয় সহযোগিতার আশা করে উপস্থিত সুধীজনকে ব্যাংকের ডিরেক্টরশীপ গ্রহণের জন্য আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আল আরাফা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক এবং মসজিদ সমাজ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ নওয়াব আলী ভূঁইয়া, আদিব গ্রুপের চেয়ারম্যান বুদ্ধিস্ট রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ফাউন্ডার ও চীফ এক্সিকিউটিভ লায়ন এম. কে. বাশার, চট্টগ্রামের রাবেয়া মেমোরিয়াল হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপক এহসানুল মৌলা, বিশিষ্ট সমাজকর্মী ও অ্যাক্টিভিস্ট ডাক্তার এটিএম দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাফায়েত উল্লাহ প্রমুখ।
Leave a Reply