আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ইং ০৩:৫৯ পিএম.
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা ভাটারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জামাল উদ্দিন ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক সকালে নিজ পুকুরে পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় মুদি দোকানি।
উলিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply