আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ইং ০৬:২৫ পিএম.
কুড়িগ্রাম শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে বিতর্কিত সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ রিন্টুকে সরিয়ে মো. হাসিবুর রহমানকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে গত এক মাসের মধ্যে চতুর্থবারের মতো অ্যাডহক কমিটির মনোনয়ন পরিবর্তন করলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ আবেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৯ সেপ্টেম্বর কলেজটির সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ রিন্টুকে সভাপতি এবং বিএনপি নেতা এসএম আশরাফুল হক রুবেলকে বিদ্যোৎসাহী সদস্য করে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ রিন্টুকে নিয়ে শুরু হয় নানা বিতর্ক।
এরই পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর অ্যাডহক কমিটি পরিবর্তন করে চিলমারী সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমানকে সভাপতি এবং বিএনপিপন্থি অ্যাডভোকেট মো. রুহুল আমিনকে বিদ্যোৎসাহী সদস্য করে নতুন পত্র জারি করা হয়। ৩ অক্টোবর সেই আদেশ স্থগিত করে ৯ সেপ্টেম্বর জারিকৃত পত্রের সূত্র উল্লেখপূর্বক খাজা শরীফ উদ্দিন রিন্টুকে সভাপতি ঘোষণা করা অ্যাডহক কমিটি বহাল রাখা হয়। এ নিয়ে আবার শুরু হয় সমালোচনা। আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খাজা শরীফ উদ্দিনকে সভাপতি পদ থেকে অপসারণের দাবি ওঠে। বাংলা ট্রিবিউনে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।
৯ অক্টোবর আবারও আদেশ সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে খাজা শরীফ উদ্দিনকে অপসারণ করে তার স্থলে বিএনপি নেতা হাসিবুর রহমানকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়। বিদ্যোৎসাহী সদস্য হিসেবে বিএনপি নেতা আশরাফুল হক রুবেলকে বহাল রাখা হয়।
কলেজ সূত্র জানায়, সাবেক অধ্যক্ষ রিন্টু ২০২২ সালের জুন মাসে অবসরে যান। আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিন্টু কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. হামিদুল হক খন্দকারের নিকটাত্মীয়। অ্যাডহক কমিটির সভাপতি ঘোষণার পর তার আওয়ামী ঘনিষ্ঠতার বিভিন্ন সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কলেজের শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। তাকে অ্যাডহক কমিটি থেকে বাদ দেওয়ার দাবি ওঠে।
অধ্যক্ষ আবেদ আলী বলেন, ‘অ্যাডহক কমিটির সভাপতির হিসেবে সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ রিন্টুর মনোনয়ন পরিবর্তন করে তার স্থলে মো. হাসিবুর রহমানকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ আছে। কমিটির দায়িত্বশীলসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে অভিযোগ তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
Leave a Reply