আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
রোববার, ১৮ আগষ্ট ২০২৪ ইং ০৪:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা এলাকার মোছাঃ আছিয়া বেগমের সাথে ৫ বছর পূর্বে মোঃ আজাদ আলী (৩০) এর পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয় এবং বিয়ের পর থেকেই নানাবিধ কারনে পারিবারিক কলহ লেগেই থাকে। ৮ মাস পূর্বে তাদের একটি সন্তান জন্মগ্রহণ করে। এমতাবস্থায় গত ১৭ আগস্ট ২০২৪ বাদী তার বাবার বাসায় অবস্থানকালে তার স্বামী ও শাশুড়ী এসে ভয়ভীতি দেখিয়ে তার ৮ মাসের দুধের শিশুকে নিয়ে চলে যায়।
পরবর্তীতে বাদী নাগেশ্বরী থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে আজ ১৮ আগস্ট ২০২৪ নাগেশ্বরী থানার একটি চৌকস টিম বাদী শশুর বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।
মা তার সন্তানকে ফিরে পেয়ে নাগেশ্বরী থানা পুলিশের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য সেবা সহজীকরণের একটি অংশ হিসেবে আমাদের এই সেবা অব্যাহত থাকবে।
এভাবেই কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ
Leave a Reply