আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ১০ আগষ্ট ২০২৪ ইং ১২:০১ এএম.
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মেসার্স সাহা ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। অকটেন, পেট্রোল ও ডিজেল কম দেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে শুক্রবার (৯ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে বন্ধ করে দেওয়া হয়। মেসার্স সাহা ফিলিং স্টেশনটি এখনো বন্ধ রয়েছে।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কয়েকজন মোটরসাইকেলের তেল তুলতে সাহা ফিলিং স্টেশনে যান। তেল নেওয়ার পর মাপে কম দিয়েছে মনে হলে তারা ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানান।
খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সমন্বয়করা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তারা ২ দশমিক ২৫ লিটারের একটি বোতলে তেল নিয়ে ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পান।
সংবাদ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফিলিং স্টেশনটি আপাতত বন্ধ রাখতে বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী সমন্বয়ক মো. সানি ও মোজাম্মেল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মাপে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে আপাতত ফিলিং স্টেশনটি বন্ধ রাখতে বলেছি।
সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী জানান, গতকাল থেকেই আমাদের তেলের মজুদ শেষ পর্যায়ে পৌঁছেছে। তেলের লেভেল নিচে নেমে গেলে মাপে সামান্য একটু তারতম্য হয়। ছাত্ররা আপাতত পাম্প বন্ধ রাখতে বলেছে। নতুন তেল আসলে পুনরায় তেল বিক্রি শুরু হবে।
প্রসঙ্গত, মাপে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম অফিস মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার অর্থ জরিমানা করেছেন বলে জানা গেছে।
Leave a Reply