নিজাম খান, বরিশাল প্রতিনিধি:-
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৫:৩০ পি, এম.
৫ই আগষ্ট সোমবার ২০২৪, ছাত্র-জনতার বিজয়োল্লাস গনজোয়ারে পরিনত হয়েছে বরিশালসহ তথা সারা বাংলাদেশে। আজ এই আনন্দ সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাগাভাগি করে নিয়েছে।
বিগত সরকারের অন্যায় অত্যাচার থেকে জাতী মুক্তি পেয়েছে বলে সাধারণ ছাত্র-জনতার মতামত। ছাত্ররা বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে এবং সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। সাধারণ ছাত্র-জনতা উল্লাসে ফেটে পড়েছে সারা বাংলাদেশসহ বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায়।
জনতার উল্লাস প্রমাণিত হয় যে, আজ যেন বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। ছাত্র ও জনতার দেশ কাঁপানো আন্দোলনে পতন হলো আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন।
শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো অনেকেই মহান সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে, এই বিজয়োল্লাস উদযাপন করেছেন। সর্ব মহলে গনজোয়ারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
Leave a Reply