মোঃ তাওরাত, বরগুনা প্রতিনিধি:-
বরগুনা জেলার সদর উপজেলার ক্রোক এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করে বরগুনা সদর থানা পুলিশ।।
(১৩জুলাই) আনুমানিক রাত ৮ টার দিকে মোসাঃ কাকলি আক্তার কে ক্রোক এলাকা থেকে ৮ কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। তিনি ৬ নং বুড়িরচর ইউনিয়ন এর মাইঠা গ্রামের নিবাসী শাহ আলম এর মেয়ে।
অভিজান পরিচালনা কারী এস আই হেলাল বলেন, আমরা প্রায় ২০ ঘন্টা অভিজান পরিচালনা করে এই ধুর্ত নারীকে গ্রেফতার করি আমার ১০ জনার একটি টিম কাজ করেছিলাম।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো আব্দুল হালিম বলেন, নবাগত পুলিশ সুপার বরগুনা জনাব মো. রাফিউল আলম পিপিএম-সেবা এর নির্দেশনায় মাদক নির্মুলে বিশেষ অভিযান পরিচালনা করছি। এরই ধারা বাহিকতায় বরগুনা সদর থানার একটি আভিযানিক দল এসআই মোঃ সোহেল রানা ও এসআই মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার ক্রোকএলাকা স্লুইজ এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে এবং এই নারীকে ৮ কেজি গাজা সহ গ্রেফতার করে।আসামীর কাছ থেকে যে ৮ কেজি গাঁজা পাওয়া যায় তার অবৈধ বাজার মূল্য অনুমান ৪ লক্ষ টাকা।
তিনি আরও বলেন,গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে একজন মাদক কারবারী চক্রের সদস্য। আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। এই নারী একটি বস্তার ভিতরে চা-পাতার ৫০ টি প্যাকেট রেখে তার মাঝখানে এই ৮ কেজি গাজা কুরিয়ার এর মাধ্যমে বরগুনায় আনেন।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply