মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম (লিডার) ও সালামের সাথে থাকা স্থানীয় আওয়ামীলীগ নেতা ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিনকে খুনের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,শিবগঞ্জ উপজেলার ঢোড়বোনা এলাকায় জেন্টু আলীর ছেলে মোঃ আজম আলী (৩৯), একই এলাকার ময়েজ আলীর ছেলে মোঃ সাহেব আলী (২২), সদর উপজেলা বোলতলা চকবহরম গ্রামের যুবায়ের রহমানের ছেলে মোঃ তাজ হাসান হৃদয় (২১), শিবগঞ্জ উপজেলার রসিক নগর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ ফিরোজ (২৮)।
আজ গ্রেফতারকৃত আজম আলীর তথ্যের ভিত্তিতে। শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের ঢোড়বোনা পশ্চিমপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে খুনের কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও বোমা উদ্ধার করে বোমা গুলো ওই এলাকার নৃশংস করা হয়।
উল্লেখ গত (২৭ জুন) চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় রাত সাড়ে ৮টার দিকে রানিহাটি কলেজের সামনে গুচ্ছ গ্রাম এলাকায় হঠাৎই প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরন ও গুলি চালিয়ে হামলা করে জেলা পরিষদ সদস্য আব্দুস সালামের উপর। তিনি ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও আহত তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে, সেখানে স্কুল শিক্ষক আব্দুল মতিনকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা।
Leave a Reply