আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ০৩ জুলাই ২০২৪ ইং ০৪:০১ পিএম.
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ডোবা থেকে হজরত আলী নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবক নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী ধুলারকুটি গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে।
স্থানীয় রেজাউল ইসলাম রেজা জানান, মঙ্গলবার বিকেলে হজরত আলী কেনাকাটা করতে বালারহাট বাজারে যান। বাজার শেষে স্থানীয় একজনকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু তিনি ফেরেননি। বুধবার সকালে সীমান্তবর্তী এলাকার একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply