নিজাম খান, বরিশাল প্রতিনিধি:-
বরিশালের নলছিটিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত। ২৬ জুন রোজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ সেতুর ঢালে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার উপ-পরিদর্শক এস আই শহিদুল আলম। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা যায়, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি এস আর এন্টারপ্রাইজ নামক বাসের সঙ্গে এবং অন্যটি পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এসময় মাইক্রোবাসের চালকসহ ৪ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত যাত্রীদের বরিশালের ফায়ার সার্ভিস, নলছিটি থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেন। নলছিটি থানার এস আই শহিদুল আলম বলেন, আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়েছে।
দুর্ঘটনার সময় বরিশাল পটুয়াখালী মহাসড়ক দুর্ঘটনা কবলিত স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল তাও পরবর্তীতে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
Leave a Reply