আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ইং ০৯:০১ পিএম.
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনের বিরুদ্ধে পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি এবং জমি দখল করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারই প্রতিবেশী আনোয়ার নামে এক ব্যক্তি। জিডি এবং এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য, ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৫ জুন) বিকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন সাবেক এই প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা। সংবাদ সম্মেলনে জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা ও ছেলে সাফায়াত আদি জাকির উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গত ২৩ জুনের ঘটনার বর্ণনা দিয়ে জাকির হোসেন বলেন, ‘আমার বাড়ির পাশে আমি কিছু জায়গা দিছি, রাস্তা বানায় দিছি আমার পড়শীর জন্য। সেই রাস্তা থেকে কিছু লোকজন মাটি কাটি নিয়া যায়। আমার নিজের বাউন্ডারি ওয়ালের নিচ থেকেও মাটি কাটি নিয়া যায়। রাস্তাটা ঠিক করার জন্য আমি লেবারকে দিছি। মাটি দিছি, বস্তা দিছি রাস্তাটা ঠিক করার জন্য যাতে ওরা ভালোভাবে চলাচল করতে পারে। আমার ওয়ালের নিচেও বস্তা দিতে বলেছি যাতে ওয়াল ভেঙে না যায়।’
প্রতিপক্ষের নাম উল্লেখ না করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কিন্তু ওরা কাজও করতে দেয় নাই। নানা ধরনের হট্টগোল করে। আমি কেবল আসছি বাড়িতে। আমার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি যখন যাইতে চাচ্ছিলাম, আমার ছেলেমেয়েরা আটকাইলো। আমি আর ওইখানে (বিরোধপূর্ণ স্থানে) যাইতে পারি নাই। পরবর্তীতে পুলিশ এসে ঘটনাটা নিষ্পত্তি করে এবং কাজ করার অনুমতি দিয়ে যায়। ওরা (অভিযোগকারীরা) পালায় তখন। পরবর্তীতে কোনও কাগজপত্র দেখাতে পারে নাই।’
থানায় জিডি ও গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের কথা উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘পরবর্তীতে রাস্তার কাজ হচ্ছে। হঠাৎ করে দেখছি পত্রপত্রিকায় থানায় আমার নামে বিভিন্ন ধরনের জিডি, অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমার এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।’
সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘যদি আমার একবিন্দু দোষ থাকে তদন্ত সাপেক্ষে আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। না হলে আমি এর প্রতিকার চাই।’
এর আগে, সোমবার (২৪ জুন) দুপুরে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন, তার স্ত্রী সুরাইয়া সুলতানা ও ছেলে সাফায়াত আদি জাকিরের বিরুদ্ধে রৌমারী থানায় জিডি করেন তাদেরই প্রতিবেশী আনোয়ার হোসেন।
জিডিতে অভিযোগকারী উল্লেখ করেন, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে ভুক্তভোগী আনোয়ার হোসেনের পৈত্রিক জমির ৪৫ শতক দখল করে নেন। রবিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জাকির হোসেন তার লোকজন দিয়ে দখলকৃত জমির পাশে থাকা আনোয়ার হোসেনের অবশিষ্ট জমিতে মাটি ভরাট করে দখল করার চেষ্টা করেন। খবর পেয়ে আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে মাটি ভরাটে বাধা দিলে জাকির হোসেন ক্ষিপ্ত হন। সাবেক এই মন্ত্রী, তার স্ত্রী ও ছেলে অভিযোগকারী আনোয়ার হোসেনকে শাসাতে থাকেন, মারপিট করতে উদ্যত হন। একপর্যায়ে জাকির হোসেন পিস্তল উঁচিয়ে আনোয়ার হোসেনকে গুলি করার হুমকি দেন। বিবাদীরা (জাকির হোসেন, তার স্ত্রী ও ছেলে) আনোয়ার হোসেন ও তার পরিবারের লোকজনকে রাস্তাঘাটে একা পেলে পেটানোর হুমকি দেন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির ভয় দেখান বলেও জিডিতে উল্লেখ করেছেন ভুক্তভোগী।
তবে সাবেক প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেন। সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের অনুরোধ জানান তিনি।
Leave a Reply