মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিকদের সাথে ঢাকাস্থ নাচোল সমিতির ঈদ পরবর্তী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন ২০২৪ ইং তারিখ সোমবার সকাল ১০টায় নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে ইউনিটি কার্যালয়ে ঢাকাস্থ নাচোল সমিতির সদস্যদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি ইব্রাহীমের সভাপতিত্বে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ নাচোল সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও অলেমাচান্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত পুলিশকর্মকর্তা আতাউর রহমান।
এসময় সমিতির কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর কবির সিদ্দিক নয়ন, নির্বাহী সদস্য সহিদুল ইসলাম ও আতাউর রহমান তোতা, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোশাররফ হোসেন, উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএকে.জিলানী, সহসভাপতি আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ঢাকাস্থ নাচোল সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান বলেন, নাচোলের গরিব, অসহায় রোগির চিকিৎসা, দরিদ্র ও মেধাবি ছাত্র-ছাত্রীদের ভালশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সহযোগিতাসহ নাচোলকে এগিয়ে নিতে সকল প্রকার প্রশাসনিক ও আইনী সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply