গোলাম রব্বানী
সিলেট প্রতিনিধি:-
গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামের মৃত হোশন আলীর ছোট ছেলে ইব্রাহিম আলী(৪০) তার বড় রুহুল আমীন-উরফে জলাই( ৪৫)এর হাতে খুন হয়েছেন।
স্হানীয় সুত্রে যানা যায়, ইব্রাহিম আলীর ২ হাত যায়গা তার আপন বড় ভাই খুনি জলাই জোরপূর্বক ভাবে তার নির্মাণকৃত ঘরের মধ্যে ডুকিয়ে দিচ্ছিলো তখন ইব্রাহিম আলী বড় ভাইয়ের কাছে তার জায়গায় কেন ঘর নির্মান করছেন তা জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় ঝগড়া।
ইব্রাহিম আলী কোন প্রিপারেশন ছাড়া খালি হাতে ভাইয়ের কাছে গিয়েছিলেন কিন্তু বড় ভাই-খুনি জলাই তার ঘরথেকে ঝাঁটা এনে ইব্রাহিম আলীর ঘাড়ে সজোরে আগাত করলে মুহূর্তেই এপার-ওপার হয়ে যায়।তখন পাশেথাকা দিলারা বেগম তার খুনি- স্বামীর হাতে দা তুলে দেয় যাথে করে ইব্রাহিমের মৃত্যু নিশ্চিত হয়!
এমতাবস্থায় আত্মীয় স্বজনরা ইব্রাহিম আলীকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে সাথে সাথেই গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জলাই ও তার স্ত্রী দিলারা বেগম পালিয়ে যায়।
Leave a Reply