1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কুড়িগ্রামের উলিপুরে নিরাপত্তা নিশ্চিতে ৩২টি সিসি ক্যামেরা বসালো পুলিশ

  • প্রকাশিত : শনিবার, ১৫ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ১৪ জুন ২০২৪ ইং ০৬:৪৫ পিএম.
কুড়িগ্রামের উলিপুর উপজেলা শহরে ৩২টি স্থানে সিসি ক্যামেরা বসিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পৌর শহরের গবার মোড়ে জেলা পুলিশের আয়োজনে ও বণিক সমিতির সহযোগিতায় সিসি ক্যামেরার উদ্বোধন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) পঙ্কজ চন্দ্র রায়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম–৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন–কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আল মামুন সবুজ, বণিক সমিতির সহ–সভাপতি ইকবাল হোসেন চাঁদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, বণিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মণ্ডল দুলু, সহসভাপতি আব্দুল কাদের, সহসাধারণ সম্পাদক পার্থ প্রতিম মজুমদার পাখি, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলম, বাণিজ্য সম্পাদক মনির হোসেন মনা মোল্লা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সহধর্মিণী কাবেরি প্রসাদ পান্ডে, প্রেসক্লাবের আহ্বায়ক  লক্ষণ সেনগুপ্ত প্রমুখ।
উল্লেখ্য, উলিপুর পৌর শহরের ৩২টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ