1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কুড়িগ্রামে প্লাস্টিকের বর্জ্যের পরিবর্তে মিলবে গাছ ও বই

  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.....
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ৭ জুন ২০২৪ ইং ০৩:৩৫ পিএম.
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কুড়িগ্রামে প্লাস্টিকের বর্জ্য জমা দিলেই উপহার মিলছে গাছ ও বই।
পরিবেশ দূষণরোধ ও পরিবেশের সৌন্দর্য রক্ষায় তিনদিন ব্যাপী প্লাস্টিকের বিনিময়ে এ উদ্যোগ নিয়েছে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট (ফুল)।
শুক্রবার (সকালে শহরের কলেজ মোড় এলাকায় জনসচেতনতা সৃষ্টির জন্য ‘পরিত্যক্ত প্লাস্টিকের সামগ্রী জমা দিন গাছ ও বই উপহার নিন’ নামের এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন -কুড়িগ্রাম সনাক সভাপতি,বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক শফি খানসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে উপহার পাওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষজন বলেন, প্লাস্টিকের বোতল যত্রতত্র পাওয়া যায়। এর বিনিময়ে যে বই ও গাছ উপহার পাব, তা কখনো ভাবিনি। অনেক ভালো লাগছে। এর মাধ্যমে আমরা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে উৎসাহিত হচ্ছি।
ফাইট আনটিল লাইট এর নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের বলেন, রাস্তাঘাটে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে পরিবেশের সৌন্দর্য হানি ঘটছে। এসব বর্জ্য পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি হচ্ছে। প্লাস্টিক বর্জ্য জমা দিলেই সবার হাতে বই ও গাছ উপহার তুলে দেওয়া হচ্ছে। এই কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের পরিবেশবান্ধব মন-মানসিকতার সৃষ্টি হচ্ছে। জনসচেতনতা ও বসবাসযোগ্য সুন্দর পরিবেশ তৈরিতে সবাইকে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
কুড়িগ্রাম সনাক সভাপতি বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকট আহসান হাবিব নীলু বলেন, আমরা নিজে বাঁচবো প্রকৃতিকে বাঁচাবো পৃথিবীকে বাঁচাবো।পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে গাছ উপহার পাওয়া যেটি খুবই চমৎকার উদ্যোগ। এজন্য ফুলকে ধন্যবাদ জানাই। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ