আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ৪ মঙ্গলবার ২০২৪ ইং ০৯:৪৫ এএম.
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ০৩ জুন ২০২৪ বিকেল আনুমানিক ৫.০০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন সদর ইউনিয়নের নাওডাঙ্গা পুলেরপাড় নামক স্থান থেকে পশ্চিম ফুলমতি গ্রামের মাদক কারবারি মোঃ মফিকুল ইসলাম (২৭) কে একটি অটোরিকশায় মাদক পরিবহনের সময় ০৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Leave a Reply