নিজস্ব প্রতিবেদক:-
বরিশাল নগরীতে খুচরা পান বিক্রেতা নাইমের মূলধনের ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগরীর নতুনবাজার এলাকায় গত মঙ্গলবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় মাদক বিক্রেতা শাওনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী নাইম। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে উল্লেখ করা হয়, রাতে নাইম নতুন বাজারে তার পানের দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। পথে মাদক বিক্রেতা শাওনসহ আরেক ব্যক্তি নাইমকে ভয়ভীতি দেখিয়ে তার পকেটে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলে জানান অভিযুক্তরা। এসময় আরও কিছু টাকা এনে দেওয়ার কথা বলে পালিয়ে আসে নাইম।
ভূক্তভোগী ব্যবসায়ী নাইম বলেন, আমি পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। তাই ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও দোষীদের বিচার দাবি করেন তিনি।
Leave a Reply