মো:সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:-
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন আয়েশা সিদ্দিকা আঁখি (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু।
বৃহস্পতিবার (৩০মে) বেলা ১২টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি এলাকায় এ ঘটনা ঘটে। আয়েশা সিদ্দিকা আঁখি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম মেডিকেল মোড় এলাকার আলমঙ্গীর হোসেনের মেয়ে ।
লালমনিরহাট রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বুড়িমাড়ী থেকে ছেড়ে আসা পার্বতীপুর লোকাল ট্রেনটি কাকিনা স্টেশনে প্রবেশের সময় আঁখি ট্রেনে কাটা পড়েন। তবে ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা এ ব্যাপারে স্থানীয় লোকজন কিছু বলতে পারেননি।
আঁখির বড় বোন আরজিনা আক্তার অভিযোগ করে বলেন, ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়ার কথা বলে আমার বোনের কাছে অনেক টাকা নিয়েছেন। সকালে ডেকে এনে আমার বোনকে রেল লাইনে ব্লাকমেইল করে মেরে ফেলেছে। আমি এই হত্যার বিচার চাই।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। কীভাবে ঘটনাটি ঘটেছে সেটা ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেব।
Leave a Reply