আলমগীর হোসেন হিরু, (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (২৮ মে) দুপুরে চাটখিল উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হান্নান পাটোয়ারী’র পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নতুন শিক্ষাক্রম নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে নতুন শিক্ষাক্রমের সুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। সভা শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
এরআগে একই স্থানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক অংশীজনদের সাথে মতবিনিময় করা হয়। মতবিনিময় অনুষ্ঠানে নোয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা ছিদ্দিকা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। মতবিনিময় অনুষ্ঠানে চাটখিল পৌর শহরের হোটেল কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানানো হয়।
Leave a Reply