আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বাংলাদেশের একমাত্র আইনজীবী হিসেবে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকনকে কুড়িগ্রাম বিচার বিভাগের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আলমগীর কবির এর চেম্বারে আনুষ্ঠানিক ভাবে ফুল এবং ক্রেস্ট প্রদান করে সম্মান জানানো হয়।
দেশের একমাত্র আইনজীবী যিনি একই সঙ্গে একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। তিনি ২০২২ সালে একুশে পদক এবং চলতি বছর মার্চ মসে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারী ও শিশু ট্রাইবুনালের বিচারক জেলা জজ এস এম নূরল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সালাম, যুগ্ম জেলা জজ হাবিবুর রহমান,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খুরশীদ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামসহ বিচার বিভাগের কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
Leave a Reply