আলমগির হোসেন, চাটখিল উপজেলা প্রতিনিধি:-
বৃটেনের ম্যানচেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গর্ভনর আলহাজ্ব মো. হাবীবুল্লাহ’র প্রতিষ্ঠিত নোয়াখালীর চাটখিল উপজেলার দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার (২৫ মে) দুপুরে মাদ্রাসা মাঠে মাদ্রাসার সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যা চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, জয়াগ কলেজের প্রভাষক ফিরোজ আলম, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মহি উদ্দিন প্রমুখ। এছাড়া আরবী বক্তব্য রাখেন মাদ্রাসার ১০ শ্রেনীর শিক্ষার্থী ওসমান গনি এবং ইংরেজি বক্তব্য রাখে মাদ্রাসার ১০ শ্রেনীর শিক্ষার্থী সাখাউতুন নিস্ হা।
সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ফাহিমুল হাসান কে সহ এ-গ্রেডে উর্ত্তীণ আট শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট এবং উর্ত্তীণ সকল শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply