আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে ফুলবাড়ীতে শতভাগ সততা, সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার, ইউএনও, সিনিয়র সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ সহ সকল প্রিজাইডিং অফিসার।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপ উপলক্ষে অদ্য ২৫ মে ২০২৪ ফুলবাড়ী উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় ও প্রশিক্ষণে অংশগ্রহন করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এছাড়াও ছিলেন জেলা নির্বাচন অফিসার, নাগেশ্বরী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানা।
ফুলবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুপুর ৩.১৫ ঘটিকায় উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপ নির্বাচনে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। নির্বাচন কমিশন কর্তৃক সময়ে সময়ে জারিকৃত প্রণিধানযোগ্য পরিপত্র সমূহ অক্ষরে অক্ষরে প্রতিপালন ও অনুসরনের ব্যাপারে সকলেই সম্বস্বরে সহমত পোষণ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা হয়ে দাড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সকল ভয়ভীতি, লোভ-লালসার উর্ধে উঠে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলই।
Leave a Reply