আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নে ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হাসানুজ্জামান (৪৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা (নাখরাজ) এলাকার হাসানুজ্জামানকে তার নিজ বাড়ির খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৫০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, ‘হাসানুজ্জামানের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।’
Leave a Reply