আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে যাত্রীবাহী বাসচাপায় প্রাণ গেছে অজ্ঞাতনামা (৭০) এক ভিক্ষুকের।
শনিবার (৯ মার্চ) রাত ৯ টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ভুরুঙ্গামারী গামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ ভিক্ষুক ছিলেন। নিহতের কাছ থেকে অনেক খুচরা টাকা পয়সা পাওয়া গেছে। সারাদিন ভিক্ষা করে হয়তো বাড়িতে ফিরছিলেন। নিহতের মাথা থেতলে যাওয়ার কারণে তাকে চেনা যাচ্ছে না।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply